৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তবর্তী পানিহাতা এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করা হয়েছে। রবিবার (৭সেপ্টেম্বর) ভোর রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টা ৩৫ মিনিটে পানিহাতা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চোরাচালানী মালামাল ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ৭৫ কেজি এলাচ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দিনরাত কাজ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।