বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের চার সদস্যের পরিবারকে ঘর থেকে বের করে দিয়ে তালা লাগানোর অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিকাশি গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুল মান্নানের সঙ্গে তার ছোট ভাই মানিক মণ্ডলের দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মানিকের স্ত্রী নিলুফা আক্তার আব্দুল মান্নান ও তার পরিবারের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের করেন।
ওই মামলায় হাজিরা দিতে রোববার আব্দুল মান্নান বাড়ির বাইরে গেলে সুযোগে মানিক ও তার স্ত্রী লোকজন নিয়ে এসে আব্দুল মান্নানের পরিবারের সদস্যদের আসবাবপত্রসহ বের করে দেন এবং ঘরে তালা ঝুলিয়ে দেন।
এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করা হয়, যাতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আব্দুল মান্নানের পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
অভিযোগের বিষয়ে মানিক মণ্ডল বলেন, “আমি বিদেশে থাকাকালে বড় ভাই আমার জায়গার ওপর বাড়ি নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে তাকে জায়গা ছাড়তে বললেও তিনি শোনেননি। তাই বাধ্য হয়ে জোর করে বাড়ির দখল নিয়েছি।”
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।