অদ্য০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ মঙ্গলবার নরসিংদী পুলিশ লাইন্সে জেলা পুলিশ, নরসিংদীর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়। সভায় বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন।
পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শুনে বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার সকলকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।
সভা শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব রাকিবুর রহমান এবং জনাব মার্জিয়া রহমান-দ্বয়ের নরসিংদী জেলায় বাস্তব প্রশিক্ষণ সমাপ্ত হওয়ায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মহোদয় তাদের শুভ কামনা জানিয়ে নতুন কর্মস্থলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এছাড়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীগণ মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদী জেলা পুলিশ সম্পর্কে পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। এ সময় জেলা পুলিশ নিয়ে তৈরিকৃত একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য অভিজ্ঞতালব্ধ বক্তব্য প্রদান করেন।