সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ জামালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা  সভা  অনুষ্ঠিত হয়েছে । নিরক্ষরতার অভিশাপমুক্ত এবং আধুনিক তথ্য-প্রযুক্তি ও জ্ঞান নির্ভর, মানবসম্পদ সমৃদ্ধ জামালপুর প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ৮ সেপ্টেম্বর, সোমবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

 

এতে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি বলেন, জামালপুর অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকলেও অমিত সম্ভাবনা রয়েছে। গত এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের মধ্যে ফলাফলে প্রথম হয়েছে। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে জামালপুর জেলা শীর্ষ স্থানগুলোর মধ্যে একটা। সাক্ষরতার হার ৫১:৫৩ ভাগ হলেও আমরা বিশ্বাস করি এ হার সমন্বিত উদ্যোগে আশাব্যঞ্জক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব।

 

 

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা থেকে যাতে কোন শিক্ষার্থী ঝরে না পড়ে এ ব্যাপারে নিবিড় পর্যবেক্ষণ, পরিবীক্ষণ করতে হবে। জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি কম্পিউটার ল্যাবগুলো সচল করার আহ্বান জানান তিনি।

 

 

আরো বক্তব্য রাখেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, সহকারী পরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক আব্দুল হাকিম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ