বগুড়ার ধুনট উপজেলায় অসুস্থ স্বামীর ঘরে এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে শাহ জামাল (৪০) নামে প্রবাস ফেরৎ এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধুনট থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চালাপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের ওই যুবতীর বিয়ে হয় রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামের এক অসুস্থ বৃদ্ধের সঙ্গে। স্বামীর অসুস্থতার সুযোগে প্রতিবেশী শাহ জামাল দীর্ঘদিন ধরে ওই নারীকে প্রলোভন দিয়ে আসছিলেন।
গত ২ জুন দুপুরে স্বামীর বাড়ির কাছে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় শাহ জামাল তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দেন। এরপর ১৫ জুন বিকেলে অসুস্থ স্বামী ঘরে ঘুমিয়ে থাকার সুযোগে জামাল পুনরায় ওই গৃহবধূকে তুলে নিয়ে পাশের ঘরে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জামাল পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী নারী ২৭ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।