বগুড়ার দত্তবাড়ি পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দেওয়াকে কেন্দ্র করে ঘটলো ভয়াবহ ঘটনা। সহকর্মীর ওপর প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েন রতন নামের এক তরুণ। মুহূর্তের মধ্যে তিনি সহকর্মীর মাথায় হাতুড়ির ১৩টি আঘাত করেন। পুরো ঘটনাটি ঘটে মাত্র ১৫ সেকেন্ডে।
অভিযুক্ত রতনের দাবি, তেল চুরির মিথ্যা অপবাদ দিয়েছিল তার সহকর্মী। আর সেই ক্ষোভ থেকেই তিনি এ নৃশংস হ*ত্যা*কাণ্ড ঘটিয়েছেন।