তরিকুল ইসলাম শিবলী (৪০) নামের ওই সাংবাদিক মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ দুপুরে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, দুপুর দেড়টার দিকে তরিকুল শিবলী বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতর থেকে সরাসরি (লাইভ) সম্প্রচারে যুক্ত ছিলেন। লাইভচলাকালীন তিনি হঠাৎই অসুস্থ বোধ করেন এবং অচেতন হয়ে মাটিতে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী সোহেল রানা জানান, শিবলী লাইভ সংবাদ দেওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে।